Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬: 3মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার সকাল ১১টা ৫ মিনিটে দলের নেতাকর্মীদের নিয়ে খালেদা জিয়া জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা ফিরোজা থেকে সাভারে স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা দেন। দীর্ঘ ২ ঘণ্টা ২০ মিনিট পর তিনি স্মৃতিসৌধে গিয়ে পৌঁছান।
এরপরে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ করেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এ সময় সাভার স্মৃতিসৌধে তার সঙ্গে ছিলেন দলের অসংখ্য নেতাকর্মী। নেতাকর্মীদের দলীয় স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইসচেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।