খোলা বাজার২৪, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬:
এম এ রহিম, বেনাপেল যশোর: যশোরের শার্শা বেনাপোলে ব্যাপক অব্যাস্থাপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা ও পৌর প্রশাসনের দায়সারা ব্যাবস্থাপনায় ঢিলেঢালা ভাবে পালিত হয় ৪৬তম বিজয় দিবস। বেনাপোল ও শার্শায় অধিকাংশ ব্যাংকে ব্যাবসা প্রতিষ্টানে তোলা হয়নি জাতীয় পতাকা। বিজয় দিবসের করা হয়নি মাইকিং। দু একটি ব্যাংকে আড়াআড়া ভাবে পতাকা উত্তোলন করা হয়েছে। ফলে মর্মাহত হয়েছেন এলাকার মুক্তিযোদ্ধারা সহ দেশপ্রেমী মানুষ। বেনাপোল কাগজপুকুর স্মৃতিসৌধে কোন মাইকিংয়ের ব্যাবস্থা ছাড়ায় নিরবে ফুল দিয়েছে বিভিন্ন সংগঠন। প্রশসানের প্রতি বিরুপ মন্তব্য করেছেন এলাকার মানুষ।
তবে সকালে বেনাপোল কাশিপুরে বীর শ্রেষ্ট নুর মোহাম্মদের সমাধিস্থলে দোয়া মহাফিল অনুষ্টিত হয়েছে-
অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশ ও জাতিকে রক্ষায় বিজয় দিবসের তাতপর্য অনেক বলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার।
গনতন্ত্র রক্ষায় বিজয় দিবসে সরকারের কাছে নিরপেক্ষ নির্বাচন চান পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন।