খোলা বাজার২৪, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬: খাগড়াছড়ির স্টেডিয়াম গেইট এলাকায় বেলুন ব্যবহার্য্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুইজন পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বিজয় দিবস অনুষ্ঠানের প্রাক্কালে মর্মান্তিক এঘটনা ঘটে। গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-পুলিশ সদস্য শাহিন (৩২), ইসমাইল (২৮), খবংপড়িয়া এলাকার যতন কুমার চাকমার ছেলে প্রাণ জ্যোতি চাকমা (৫৫), শালবন এলাকার মো. পারভেজের ছেলে তামীম (২২), আনন্দ নগর এলাকার দিলীপ ঘোষের স্ত্রী গ্যাস সিলিন্ডারের মালিক তুলশী রানী ঘোষ (৫৫), ও মাটিরাঙা ভূমি অফিসের কর্মচারী ব্রিরেন্দ্র ত্রিপুরা (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিজয় দিবস উপলক্ষে স্টেডিয়াম গেইট এলাকায় গ্যাস সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রয়ের প্রস্তুতিকালে সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরন এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ২জন পুলিশ সদস্য, ১জন শিশুসহ ৬জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করলে দুই জন পুলিশ সদস্যের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেন।
এদিকে, মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মজিদ আলী (বিপিএম-সেবা) মেয়র রফিকুল আলম, জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রইছ উদ্দিনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা।