খোলা বাজার২৪, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬: ঝিনাইদহে জেলা ভিত্তিক ইজতেমা শুরু হয়েছে। ফজরের নামাযের পর আম-বয়ানের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী ইজতেমা শুরু হয়। সদর পৌর এলাকার মারকাজ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ ইজতেমায় বিদেশী মুসল্লি সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নিচ্ছেন। জেলা তাবলিগ-জামায়াত ইজতেমার আয়োজন করে। টঙ্গী বিশ্ব ইজতেমার পর এটাই দ্বিতীয় বৃহত্তম ইজতেমা বলে আয়োজকরা জানিয়েছেন।
এদিকে ইজতেমাকে ঘিরে ব্যাপক পুলিশী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ সেবার জন্য ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। স্যানিটেশনের স্বু-ব্যবস্থাও করা হয়েছে।