খোলা বাজার২৪, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬: বরগুনার বামনায় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তিন ইয়াবাসেবীকে ইয়াবা সেবন অবস্থায় বামনা থানা পুলিশ আটক করে। এ সময় গ্রেফতারকৃতদের ছিনিয়ে নেয়ার জন্য তাদের আত্মীয়স্বজনরা পুলিশের উপর হামলা চালায়। এতে বামনা থানার এসআই মো. খোকন গুরুতর আহত হয়ে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনায় পুলিশ হামলাকারীসহ চারজন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের মশিউর রহমান আকন (৩২) ওরফে জিমি, পিতা- মতিন আকন, মেহেদী হাসান (২০), পিতা- মীর মর্তুজা, মীর বেল্লাল (২৬), পিতা- সেলিম মীর, মতিন আকন (৫৫), পিতা- মৃত হামিদ আকন।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বামনা থানা পুলিশের এসআই খোকনের নেতৃত্বে বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের মীর বাড়িতে অভিযান চালিয়ে মীর মেহেদী হাসানের ঘর থেকে ১৪ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সারঞ্জমাদিসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় গ্রেফতার হওয়া ওই ৩ জনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আসামী জিমি আকনের বাবা মতিন আকন ও জিমির শ্বাশুরী নিলুফা বেগমসহ অন্য আসামিরা পুলিশের উপর হামলা চালালে এসআই খোকন গুরুতর আহত হয়। তাকে রাতেই বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বামনা থানার উপ-পরিদর্শক মো. খোকন বাদী হয়ে মশিউর রহমান আকন (৩২) ওরফে জিমি, পিতা- মতিন আকন, মেহেদী হাসান (২০), পিতা- মীর মর্তুজা, মীর বেল্লাল (২৬), পিতা- সেলিম মীর, মতিন আকন (৫৫), পিতা- মৃত হামিদ আকন, নিফুলা বেগম (৫০), স্বামী- মীর মর্তুজাসহ মোট পাচ জন কে আসামী করে মাদক দ্রব্য আইনে এবং সরকারী কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।
বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, আটক চার জনকে শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে বরগুনা জেল-হাজতে পাঠানো হয়েছে। অপর আসামী নিফুলা বেগম কে গ্রেফতারে চেষ্টা অব্যহত রয়েছে।