খোলা বাজার২৪, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬: দিনাজপুরের ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান সহ নানা কর্মসুচির মধ্যে দিয়ে উদযাপন হয়েছে মহান বিজয় দিবস।
মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধবনীর মধ্য দিয়ে উপজেলার কেন্দ্রিয় শহীদ মীনারে শহীদদের স্বরনে পুর্ষ্পাণ করেন, ফুলবাড়ী উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ফুলবাড়ী পৌর পরিষদ, থানা প্রশাসন, সহকারী পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল), ফুলবাড়ী থানা প্রেস ক্লাব, ফুলবাড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
মহান বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে ১১ টায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে, ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। ফুলের শুভেচ্ছা সহ সংবর্ধনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহতেশাম রেজা।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীদের নিয়ে মাসফার্স, ডিসপ্লে প্রদর্শন ও ক্রিড়া প্রতিযোগীতা এবং বিজয়ীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
ক্রিড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজার সভাপতিত্বে, অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা কৃষি কর্মমর্তা এটিএম হামিম আশরাফ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছাত্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ হাসিনা ভুঁইয়া, মাধ্যমিক শিক্ষা পরিদর্শক শফিকুল ইসলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ।