খোলা বাজার২৪, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর,বাদাঘাট,শ্রীপুর উত্তর সহ ৭টি ইউনিয়নে নানান অনুষ্টানের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্থবক অর্পন করেন উপজেলা প্রশাসান, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আ’লীগ, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক-দল, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থী ও সামাজিক,সাংস্কৃতিক দলের নেতাকর্মী বৃন্দ।
সকাল সাড়ে ৮টায় তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ষ্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্টানে জাতীয় পতাকা উত্তোলন করেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, তাহিরপুর থানা ওসি নন্দন কান্তি ধর। জাতীয় পতাকা উত্তোলন শেষে পেরেড কমান্ডার এসআই মুহিত এর নেতৃত্বে পুলিশ,আনসার ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সালাম প্রর্দশন,কোচকাওয়াজ,যেমন খুশি তেমন সাজঁ ও দৌড় প্রতিযোগীতা অনুষ্টানের পর পুরষ্কার বিতরন করা হয়। এসময় উপজেলার তিনটি উচ্চ বিদ্যালয়কে শিক্ষা মন্ত্রনালয় কতৃক উপজেলার শ্রেষ্ট উচ্চ বিদ্যালয় হিসাবে সম্মাননা প্রদানের পর সকাল সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজন করা হয় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্টান। সংবর্ধনা অনুষ্টানে উপজেলার তিনশত মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও একটি করে কম্বল দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, সাবেক কমান্ডার হাজি মোজাহিদ উদ্দিন, উপজেলা আ’লীগের সিনিয়র সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম জাহান রাব্বি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস ছালাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী শাহ মোহাম্মদ ওয়াদুদ, উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা গোলাম আওলিয়া, সাংবাদিক আমিনুল ইসলাম, রমেন্দ্র নারায়ন বৈশাখ, একটি বাড়ী একটি খামার প্রকল্পের স¤œয়ক মনোলাল রায়,উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধাগন, আ,লীগ নেতা হাফিজ উদ্দি, রঞ্জু মুকার্জী, উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান উজ্জল, শিপুল, আবু জহুর, তোজাম্মল হক নাছরুম, সোহানুর রহমান সোহাগ, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা আহসানুজ্জামান শোভন, তানসেন তালুকদার তুষার, দীমান চন্দ্র, এসআই মোঃ মুহিত মিয়া, এসআই জালাল উদ্দিন, এসআই আনোয়ার, এএসআই আমির, ব্যবসায়ী নিউটন রায় প্রমুখ।