Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37kখোলা বাজার২৪, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬: শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৬ ডিসেম্বর শুক্রবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভ-সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ শেষে সকল সরকারী, বেসরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত, ব্যক্তি মালিকানাধীন ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্থানীয় ষ্টেডিয়াম মাঠে সকাল ৯টায় শেরপুর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্ল গাইডস, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ ও শারীরিক কসরত শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া প্রতিযোগীতা, শিশুদের চিত্রাংকন, প্রামান্য চলচিত্র প্রর্দশনীর আয়োজন করা হয়। বাদ জু’মা দেশ জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা করা হয়। পরে সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার শীর্ষক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম শরীফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আঃ মান্নান মাষ্টার প্রমুখ। বিকালে উপজেলা পরিষদ বনাম বীর মুক্তিযোদ্ধাসহ সুধীমন্ডলীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ঝিনাইগাতী পাবলিক হলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।