খোলা বাজার২৪, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬: ঝিনাইদহে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এ উপলক্ষে শুক্রবার সকাল ৭ টার দিকে স্থানীয় শহীদ স্মৃতি সৌধ পার্কে শহীদদের স্মরনে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, প্রেস ক্লাব ও জেলা পরিষদ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সংগঠন একে একে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে।এছাড়া দিনব্যাপী পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচি।