খোলা বাজার২৪, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬: “এসো নবীন-গর্জে ওঠো বিজয় উল্লাসে” এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে বিজয় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় পৌরসভা ও রেড ক্যাফের সহযোগীতায় পঞ্চগড় সাইক্লিং রাইডার্স (পিসিআর) এই র্যালির আয়োজন করে।
র্যালিটি পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে অডিটোরিয়ামে বিজয় দিবসের সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চগড় সাইক্লিং রাইডার্সের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদ্দাম, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, রেড ক্যাফের পরিচালক সফিকুল আলম ও কুদরত-ই-খোদা মুন বক্তব্য রাখেন।
সভায় জেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য অলিয়ার রহমান, তজাম্মেল হক ও তোফাজ্জল হোসেন নামের তিনজন মুক্তিযোদ্ধাকে মহান মুক্তিযুদ্ধে তাদের বীরত্বের জন্য সংবর্ধনা প্রদান করা হয়।