Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখোলা বাজার২৪, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তিনি মানুষের সেবা করতে চান। আর এর মধ্য দিয়ে আল্লাহ, রাসুল, ঈশ্বর ও ভগবানকে পেতে চান।
আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারের সময় আইভী এসব কথা বলেন।
প্রচারের শুরুতে রিকশায় চড়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের শুভেচ্ছা জানান আইভী। এ সময় নেতাকর্মীরা তাঁর গায়ে ফুল ছিটিয়ে দেয়। দিতে থাকে স্লোগানও।
ওই সময় গণমাধ্যমকে আইভী বলেন, নির্বাচনী পরিবেশ খুব ভালো। নৌকার প্রতি মানুষের সমর্থন বোঝা যায়।
‘আমি শুধু বন্দরবাসী নারায়ণগঞ্জ নগরবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমি কাজ করেছি দল-মতের ঊর্ধ্বে উঠে। জনগণ আমাকে রায় দিবে দলমতের ঊর্ধ্বে উঠে’, বলেন আইভী।
পরে রিকশায় দাঁড়িয়ে মাইকে দেওয়া বক্তব্যে আইভী বলেন, ‘(আমি) এই শহরের মেয়ে। এখানকার মেয়ে। আমি আলী আহমদ চুনকার সন্তান। আমার বাবা আপনাদের সেবা করেছেন। আমিও আপনাদের সেবা করতে চাই।’
‘সেবার মাধ্যমে আমি আল্লাহ, রাসুল এবং ঈশ্বর, ভগবানকে পেতে চাই। আমাকে সেই সুযোগটা করে দিবেন। আমি আপনাদের মানুষ। আমি আপনাদের পাশে থাকতে চাই।’
বক্তব্য শেষে মাইকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আইভী।