খোলা বাজার২৪, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬: টাঙ্গাইলের ভূঞাপুরে শনিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে পিকনিক বাস খাদে পড়ে আহত হয়েছে পিকনিক যাত্রী।এসময় আহতযাত্রীদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আব্দুল হালিম(৪৫) নামে এক মটর সাইকেল মেকারের মৃত্যু হয়েছে।সে স্থানীয় কাগমারি পাড়া গ্রামের ইমান আলীর ছেলে।
বাসযাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়,টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার একটি পিকনিক বাস স্বপ্নপুরি-ভিন্নজগৎ থেকে ফিরছিল।বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে তীব্র যানজট
এড়াতে বাসটি ভূঞাপুর হয়ে এলেঙ্গা যাওয়ার পথে শনিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে কাগমারি পাড়া ব্রীজের নিকট পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার পাশে বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইনের একটি খুটিকে ধাক্কা দেয়।এতে খুটিটি ভেঙে ও তার ছিড়ে বাসটি ৩০ ফুট নিচে খাদে পড়ে যায়।এসময় আহত হয় ২০ বাস যাত্রী।তাদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আহত যাত্রীদের উদ্ধার করতে এসে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আব্দুল হালিম নামে এক মটর সাইকেল মেকারের মৃত্যু হয়।দূর্ঘটনার পর থেকে ভূঞাপুর উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।