সুমন খান ,লালমনিরহাট: লালমনিরহাট সদর আসনের তিনবারের সাবেক সাংসদ জেলা আ,লীগের প্রতিষ্টাতা সভাপতি ও মুক্তিযোদ্বা সংগঠক বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর আলহাজ আবুল হোসেন এর দাফন কার্য সম্পাদন হল।
আজ শনিবার দুপুরে লালমনিরহাট জেলা স্কুল মাঠে অনুষ্টিত নামাজে জানাযায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ ও বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে শহরের নামাটারী এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়
গত শুক্রবার বিকালে বাধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বর্ষীয়ান এ নেতা।