খোলা বাজার২৪, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬: মহান স্বাধীনতা যুদ্ধে সহায়তাকারী বাংলাদেশ সফররত রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যরা আজ শনিবার বাংলাদেশ নেভাল একাডেমীতে অবস্থিত রাশিয়ান নাবিক রেডকিনের কবর পরিদর্শন এবং পুস্পস্তবক অর্পন করেন। বঙ্গবন্ধুর উদ্যেগে ১৯৭২-সালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থানে ডুবে থাকা অসংখ্য নৌযান উদ্ধার ও পাকিস্তানিদের পুঁতে রাখা মাইন অপসারণে তৎকালীন সোভিয়েত নৌবাহিনীর একটি টিম চট্টগ্রাম বন্দর এলাকায় আগমন করে।
এই মাইন উদ্ধার করতে গিয়ে ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর সোভিয়েত উদ্ধারকারী নৌবাহিনীর নাবিক ‘ইউ ভি রেডকিন’ মাইন বিস্ফোরণে প্রাণ হারান।
পরবর্তীতে তার মরদেহ নিজ দেশে নিয়ে যাওয়া হয়নি। দুদেশের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই বিদেশি নাবিককে বন্দরের মোহনার কাছে কর্ণফুলী নদীতীরেই সমাহিত করা হয়। সেখানে পরে নির্মাণ করা হয় একটি স্মৃতিস্থম্ভ যা রেডকিনের সমাধি হিসেবেই পরিচিত।
প্রতিনিধি দলে ছিলেন কজুরিন ভিক্টর পাভলভিচ (কড়ুযঁৎরহ ঠরপঃড়ৎ চধাষড়ারপয), কারামিশেভ ভøাদিমির আলেকজান্দ্রোভিচ (কধৎধসুংযবা ঠষধফরসরৎ অষবীধহফৎড়ারপয), সুকানিন আলেকজান্ডার কুজমিক (ঈযঁশধহরহ অষবীধহফবৎ কুঁসরপয), কলোসকভ নিকোলে নিললায়েভিচ ও তাদের পত্মীগণ এবং মইচানভ ভাদিমির আলেকজান্দ্রোভিচ () এর স্ত্রী মোলচানোভা আন্না মিহায়লোভনা (গড়ষপযধহড়াধ অহহধ গরযধুষড়াহধ)।
এসময় কমান্ডার চট্টগ্রাম নেভাল এরিয়া কমান্ডার, কমডোর এম আবু আশরাফ, (ট্যাজ), বিএসপি, এনসিসি, পিএসসি, বিএন উপস্থিত ছিলেন।