মুন্সীগঞ্জ : ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানী লি: ও জাহারা ট্রেড কর্পোরেশনের যৌথ উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে কামারখাড়া ইউনিয়ন পরিষদের মাঠে ২৪শ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানী লি: এর এমডি ও সিইও জামিরুল ইসলাম। জাহারা ট্রেড কর্পোরেশনের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এআইজি পুলিশ হেডকোয়ার্টার শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানী লি: ডি.এম.ডি মনোরঞ্জন কুন্ড, সেক্রেটারী রফিকুর রহমান ও জহুরা ট্রেড কর্পোরেশনের সিইও তানভীর ইসলাম খান প্রমুখ।