Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখোলা বাজার২৪, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬: সম্প্রতি নিখোঁজ হওয়া ব্যক্তিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আবার ফিরে আসছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হওয়া প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন রাখেন অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ছে কি না। এর জবাবে মন্ত্রী বলেন, অস্ত্র বৈধ না অবৈধ, কেন গুলি করা হয়েছে, কে গুলি করেছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের পর যে তদন্ত কমিটির কোনো কার্যকর ফল পাওয়া যায় না কেন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আলোর মুখ অবশ্যই দেখে, তবে সেগুলো মিডিয়াতে কম আসে।