Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখোলা বাজার২৪, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বর্তমান সরকার অভিবাসন প্রক্রিয়ার মানোন্নয়ন এবং অভিবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে”।

আজ রবিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সিআইপি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশী প্রবাসী কর্মীরা তাদের মেধা, শ্রম ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সরকার দেশের প্রচলিত প্রশিক্ষণ কার্যক্রমকে আধুনিকায়ন এবং তা উন্নত দেশের উপযোগি ও স্বীকৃত মানে নিয়ে যেতে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে এবং এব বিষয়ে উন্নয়ন সহযোগিরা আমাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের কারিগরি শিক্ষা উন্নত দেশগুলোসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্বীকৃতি পেলে আমাদের প্রশিক্ষিত কর্মীদের জন্য অধিকহারে কর্মসংস্থান হবে এবং তারা দেশের উন্নয়নে অধিকতর সম্পৃক্ত হতে পারবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের সচিব বেগম শামছুন নাহার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি।

এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, এনডিসি। এছাড়া অনুষ্ঠানে দুই জন অভিবাসী কর্মী ঢাকার সাভারের ফাতেমা বিবি এবং গাজীপুরের টঙ্গীর মিলন খান তাদের বিদেশে অবস্থান, সাফল্য ও অভিজ্ঞতা বর্ণনা করেন।

অনুষ্ঠানে ১০১৫ সালের জন্য নির্বাচিত ১২ জন সিআইপি-কে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ১০ জনকে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে এবং ২ জনকে বিদেশে বাংলাদেশী পন্যের আমদানীকারক হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। সিআইপিদের মধ্যে সিলেটের মোহাম্মদ মাহতাবুর রহমান ও চট্টগ্রামের মোহাম্মদ সেলিম বক্তব্য দেন। এছাড়া অনুষ্ঠানে প্রবাসী কর্মীর সন্তানদের ৪টি ক্যাটাগরিতে ৪জন ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। উল্লেখ্য যে, ২০১৬ সালে মোট ৪টি ক্যাটাগরিতে ১০৭৬ জন ছাত্র-ছাত্রীকে প্রায় দেড় কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী কর্মীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় ও নানা সমস্যার কথা শোনেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। আলোচনা শেষে মন্ত্রী ও বিশেষ অতিথিবৃন্দ অভিবাসী মেলা উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের অভিবাসী মেলায় ৫০টি আর্থিক ও ব্যাংকিং প্রতিষ্ঠান, অভিবাসী বিষয়ক বে-সরকারী ও আন্তর্জাতিক সংস্থা, রিক্রুটিং এজেন্সীসমূহ ও সরকারী প্রতিষ্ঠানসমূহ ৬০টি স্টল অংশগ্রহণ করেন।

প্রথম পর্বের অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়। এর আগে সকাল সাড়ে ৮টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা হতে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পর্যন্ত একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।