Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬:45
মুন্সীগঞ্জ : জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত তৃণমূল পর্যায় থেকে বাছইকৃত প্রতিভাবান অনুর্ধ ১৬ খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে। জেলা স্টেডিয়াম অডিটরিয়ামে রবিবার বিকাল ৪টায় জেলা পর্যায়ে টেবিল টেনিস খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম উদ্ধোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সায়লা ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) এবং জেলা ক্রীড়া সংস্থ্যার এডহক কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব মোহা: হারুন অর রশিদ, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির কার্যকরি সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার মো: ফয়েজুল আলম, একুশে টিভির ক্রীড়া সাংবাদিক মো: জোনায়েদ হোসেন, সাংবাদিক তানভীর হাসান, মুন্সীগঞ্জ পৌর মেয়র ফয়সাল বিপ্লব, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মো: মইন কাদের রবিন, সাবেক কোষাধ্যক্ষ মো: গোলাম সরোয়ার ফারুক, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন প্রমুখ। জেলা পর্যায়ে টেবিল টেনিস খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম উদ্ধোধনের পূর্বে জেলা প্রশাসক সায়লা ফারজানা ও অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ টেবিল টেনিস খেলায় অংশ গ্রহণ করেন।