খোলা বাজার২৪, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬:
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পীরপুর গ্রামের আওয়ামীলীগের ওয়ার্ডের সভাপতি কাউসার মাহমুদের বাড়ির চত্বরে আলহাজ্ব হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,জেলা ও নাচোল উপজেলা যুবলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নঈম মুন্নি,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল হালিম ,সাংগঠনিক সম্পাদক মামুন অর রশিদ ,৩নং ইউপির ৭নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি কাউসার মাহমুদ ,৩নং ইউপির আওয়ামীলীগের সদস্য খোকন আলী,নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি এম জোহরুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাঃ-গোলাম মোস্তফা বিশ্বাস উপস্থিত হওয়ার কথা থাকলেও কারন বশত তিনি উপস্থিত হতে পারেন নী। উল্লেখ্য মাসরুফা ফার্মেসীর আয়োজনে ও ৩নং ইউপির আওয়ামীলীগের সদস্য খোকন আলীর সহযোগিতায় প্রতি বছর পীরপুর এলাকার গরীব ও দুঃস্থদের মাঝে প্রায় ৩০০টি শীতবস্ত্র বিতরণ করে থাকেন।