Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখোলা বাজার২৪, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬: সৌদি আরবের গোপন আদালত মাদক মামলার আসামি, কিশোর ও রাজনৈতিক কারাবন্দিসহ ১৫০ জনকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন রিপ্রিভ।
লন্ডনভিত্তিক সংগঠনটি জানায়, টানা দ্বিতীয়বারের মতো সৌদি আরব ১৫০ বা তার বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে। তারা জানায়, গোপন আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের ঘটনা দেশটিতে বেড়েই চলেছে।
রিপ্রিভ বলছে, উপসাগরীয় দেশগুলোতে মৃত্যুদণ্ডের ঘটনা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর ১৫০ জন, ২০১৫ সালে ১৫৮ জন, ২০১৪ সালে ৮৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সৌদি আরবে।
উপসাগরীয় দেশগুলোর সৌদি আরবেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়। এ ছাড়া কুয়েতে মৃত্যুদণ্ড কার্যকর করার বয়স কমানো হচ্ছে।
রিপ্রিভ জানায়, গোপন আদালতে বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড হওয়া লোকজনের একটি বড় অংশ ‘রাষ্ট্রীয় নিরাপত্তা’র মামলার আসামি। এঁদের মধ্যে রাজনৈতিক ভিন্নমতাবলম্বী রয়েছেন, যাঁরা নির্যাতনে স্বীকারোক্তি দিয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন, যাঁরা হয়তো মানব পাচারের শিকার হয়েছেন।
সর্বশেষ গত জানুয়ারি মাসের একদিনেই সৌদি আরবে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।