খোলা বাজার২৪, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬: পুরান ঢাকার ধোলাইপাড়ে ট্রাক চাপায় সুমনা আক্তার (১৬) ও ফারজানা আক্তার (১৮) নামে দুই তরুণী নিহত হয়েছেন। তারা দুজন স্থানীয় একটি কারাখানায় কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন তরুণী আহত হয়েছে বলে জানা গেছে। হতাহতদের সবার বাড়ি পটুয়াখালী জেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধোলাইরপাড় মসজিদের কাছে একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলে ফারজানা মারা যান। সুমনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ট্রাকচালককে আটক করা হয়েছে।