খোলা বাজার২৪, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬: যারা রাষ্ট্রপতির সংলাপ নিয়ে সমালোচনা করবে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যর সমালোচনা করে এ মন্তব্য করেন রিজভী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সমালোচনা করে তিনি বলেন, “তাল গাছ কি শুধু আপনাদের নাকি সবার। রাষ্ট্রপতির কাছে বিএনপি যে প্রস্তাবনা দিয়েছে সেখানে কোথাও লেখা নেই যে শুধু বিএনপির প্রস্তাবনা মানতে হবে। সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী এমন দল যারা কখনোই নীতি-নিয়মের উপর নির্ভর করে না। তারা নীতি নৈতিকতা বিশ্বাস করে না।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা করে। তারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে। মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করে।”
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, বিদায় বেলায় কলঙ্কের বোঝা আর ভারি করবেন না।
নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উৎসাহ থাকলেও উৎকণ্ঠা এখনও কাটেনি। দিন যতই ঘনিয়ে আসছে ততোই সংকট বাড়ছে এবং আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া বাড়ছেই। ভোটে আওয়ামী দলীয় ক্যাডারদের নিয়োগ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এসময় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন জয়ী হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ দপ্তর সম্পাদক মনির হোসেন, বেলাল আহমেদ, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, আসাদুল করিম শাহিন প্রমুখ।