Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখোলা বাজার২৪, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬:  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাকিস্তানকে একঘরে করে রাখা দরকার।
তিনি বলেন, পাকিস্তান সবসময় সন্ত্রাসবাদীদের আশ্রয় দাতা। তারা সর্বদা সন্ত্রাসবাদী গতিবিধির সমর্থন করে। তাই যারা সব সময় সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদেরকে একঘরে করে রাখাই উচিত।
বিজয় দিবসে অংশ নিতে কলকাতায় গিয়ে তিনি এসব কথা বলেন।
সন্ত্রাসবাদ কোনো দেশেই কাম্য নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশ সর্বদা ভারতের সঙ্গে আছে। সন্ত্রাসবাদের বিষয়ে ভারত-বাংলাদেশের অবস্থান একই।
তিস্তা জল চুক্তি প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুটি দেশের মধ্যে চুক্তি হয় দুটি দেশের রুচি দেখে। ভারত ও বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক গড়ে উঠেছে তাতে আশা করা যাচ্ছে খুব শীগ্রই এ চুক্তি হবে।
তবে এ চুক্তি দেরির কারণ হিসাবে বাংলাদেশের বিরোধী দলকে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের বিরোধী দল কট্টরপন্থী ভারত বিরোধী।