খোলা বাজার২৪, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬:প্রবাসীবাংলাদেশীদের বৈদেশিকমুদ্রা নিরাপদ ও স্বল্পতমসময়ে দেশে পৌছানোর লক্ষ্যে ট্রান্সফাস্ট রেমিটেন্সসেবাচালুকরেছে এনআরবি গ্লোবালব্যাংকলিমিটেড। সম্প্রতিউভয়প্রতিষ্ঠানেরমধ্যে এ বিষয়েএকটি চুক্তি স্বাক্ষরিতহয়।উভয়প্রতিষ্ঠানেরপক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রান্সফাস্ট এলএলসিএরকান্ট্রি ডিরেক্টরমোহাম্মদ খায়রুজ্জামান ও এনআরবি গ্লোবালব্যাংকএর হেডঅবইন্টারন্যাশনালডিভিশন জুলফিকার আহমেদ খান।
ব্যাংকেরব্যবস্থাপনাপরিচালকপ্রশান্তকুমার হালদার, অতিরিক্ত ব্যবস্থাপনাপরিচালক মোঃ গোলামসরওয়ার,উপ-ব্যবস্থাপনাপরিচালক কাজী মশিউর রহমান জিহাদ, ট্রান্সফাস্ট এলএলসিএরহেড অব ব্র্যান্ডিংফারহানা কাশফিজহির, রিলেশনশীপব্যাংকিংএরশারমিন আরা রশিদ এবং হেডঅবকাস্টমার সার্ভিস ফারজানা আলমসহ উভয় প্রতিষ্ঠানেরউর্ধ্বতনকর্মকর্তাগণ এ সময়উপস্থিত ছিলেন।