খোলা বাজার২৪, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬: চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে প্রকাশ্য দিবালোকে ব্যাংক কর্মচারী থেকে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আগ্রাবাদ কর্মাস কলেজ রোডে প্রিমিয়ার ব্যাংকের সামনে এ ছিনাতাইয়ে ঘটনা ঘটে।
টাকা ছিনতাইয়ের শিকার প্রিমিয়ার ব্যাংক কদমতলী শাখার পিয়ন সাখাওয়াত হোসেন জানান, দুপুর ১২টার দিকে আগ্রাবাদের ইস্টার্ন ব্যাংক থেকে সাড়ে ৩ লাখ টাকা তুলে তিনি আগ্রাবাদ প্রিমিয়ার ব্যাংকে যাচ্ছিলেন। এসময় হেলমেট পরা দুই মোটর সাইকেল আরোহী প্রিমিয়ার ব্যাংকের সামনে থেকে টাকার প্যাকেটটি কেড়ে নিয়ে নিমিষেই কমার্স কলেজের সামনে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে আগ্রাবাদ এলাকায় মোবাইল ডিউটিতে থাকা ডবলমুরিং থানার সাব ইন্সপেক্টর দুলাল কিশোর মজুমদার কে বলেন, ছিনতাইয়ের ঘটনাটি সত্য না মিথ্যা তা এখনো বুঝতে পারছি না। আমরা এলাকার লোকজনের সাথে কথা বলছি এবং ঐ এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। এসব দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেবো।