Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬: 50 কুমিল্লার দক্ষিনাঞ্চল লাকসাম থানা পুলিশের ‘‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সকালে স্থানীয় পুলিশ প্রশাসনের আয়োজনে থানা চত্ত্বরে উপজেলা কমিউনিটি পুলিশিং ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং মিডিয়া ব্যাক্তিত্ব মোঃ তাজুল ইসলাম এমপি।
প্রধান অতিথির ভাষনে এমপি তাজুল ইসলাম বলেন ‘‘এ দেশ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, পাকিস্তান কিংবা ব্যর্থ রাষ্ট্র হতে পারে না। রাজনৈতিকভাবে একেক জনের মতাদর্শ ভিন্ন থাকতে পারে। কিন্তু দেশ ও জাতির স্বার্থে এবং জনগণের জানমাল রক্ষার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। যারা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে প্রয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তাদের প্রতিহত করা হবে। তিনি আরো বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ। আপনারাও এদেশের মানুষ। প্রশাসন, ব্যবসায়ী, পেশাজীবিসহ সকল শ্রেনী-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে দলমত নির্বিশেষে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় আমরা একটি স্বপ্নের সোনার বাংলা জাতিকে উপহার দিতে চাই।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূইয়া। লাকসাম থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ও লাকসাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আশরাফ উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চেয়ারম্যান, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতনসহ পৌরসভার কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ী, সুশীল সমাজ ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মোঃ তাজুল ইসলাম এমপি’র উদ্যোগে ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেনের হাতে লাকসাম থানা পুলিশকে এলাকার সার্বিক নিরাপত্তার কাজে ব্যবহারের জন্য একটি গাড়ি উপহারের চাবি হস্তান্তর করেন।