খোলা বাজার২৪, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার তার সহকর্মী আতিকুর রহমান রাজা জামিনে মুক্তি পেয়েছেন। গত রোববার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
আতিকুর রহমান রাজার আইনজীবী আসলাম সরকার জানান, ‘গত ৬ ডিসেম্বর হাইকোর্টে শুনানি শেষে আদালত আতিকুর রহামানকে জামিনের আদেশ দেন। পরে আইনি প্রক্রিয়া শেষে রোববার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।’
শিক্ষক আকতার জাহান জলির আত্মহত্যায় প্ররোচনা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ২ নভেম্বর একই বিভাগের সহযোগী অধ্যাপক আতিকুর রহমান রাজাকে আটক করে পুলিশ। পরে ৫ নভেম্বর তাকে ওই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।
সে সময় পুলিশ জানায়, আকতার জাহানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আকতার জাহানের মৃত্যুর ঘটনায় তার সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আতিকুর রহমান চাইলেই তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারতেন।
এদিকে ওই মামলায় গ্রেফতার হওয়ায় গত ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আতিকুর রহমানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে জুবেরী ভবনে নিজ কক্ষ থেকে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়। এসময় তার কক্ষ থেকে ‘সুইসাইড নোট’ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অজ্ঞাতনামাদের নামে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন আকতার জাহানের ছোটো ভাই কামরুল হাসান।