খোলা বাজার২৪, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬: বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাছির বলেছেন, দেশে বর্তমান যে সঙ্কট চলছে সেই সঙ্কট থেকে উত্তরণের জন্য সংলাপের কোন বিকল্প নাই।
এটিএন নিউজের নিয়মিত অনুষ্ঠান নিউজ আওয়ার এক্সট্রা’য় তিনি একথা বলেন। এছাড়া ছিলেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক।
অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাসিম বলেন, সঙ্কট সৃষ্টি হলে সেটা নিরসনে সংলাপের কোন বিকল্প নাই। বর্তমান নির্বাচন কমিশন গঠন নিয়ে চলমান সঙ্কট নিরসনে আলোচনা সংলাপের বিকল্প নাই । দেশে যে সঙ্কট আছে রাষ্ট্রপতিও তা স্বীকার করেছেন। কিসের সঙ্কট? দেশে গণতন্ত্রের সঙ্কট। দেশে একটি অস্থির অবস্থা বিরাজ করছে। একটি জাতীয় নির্বাচন হয়ে গেছে। সেই নির্বাচনের প্রতি জনগণের আস্থা নাই। এসকল কিছু মিলিয়ে দেশের যে অবস্থা সেটা থেকে উত্তরণে সংলাপের বিকল্প নেই। এটা নিয়ে আইনগত দিক দিয়ে একটি সুনিদিষ্ট জাতীয় কাঠামো করা দরকার। এটা করার জন্য আশেপাশের দেশকে অনুসরণ করতে পারে।