Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬: মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর সশস্ত্র বাহিনীর নির্যাতন ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বৈঠকে বসবেন আজ মঙ্গলবার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বি-পক্ষীয় বৈঠক আজ সকালে অনুষ্ঠিত হবে। তারপর তারা কক্সবাজারে যাবেন রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শনের জন্য।
গত অক্টোবরে মিয়ানমার সীমান্ত চৌকিতে আক্রমণে কয়েকজন পুলিশ নিহত হন। এরপর মিয়ানমারের সশস্ত্র বাহিনী নিরীহ রোহিঙ্গাদের ওপর আক্রমণ চালায়। এখন পর্যন্ত শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছেন এবং ৩০ হাজারের বেশি গৃহহারা হয়েছেন। এছাড়া নিজেদের জীবন বাঁচাতে ৩০ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়েছেন।
আরও জানা যায়, আমরা সবার সঙ্গে রোহিঙ্গা বিষয়টি সমাধানের জন্য যোগাযোগ করছি। তারমধ্যে ইন্দোনেশিয়া আছে। মিয়ানমারসহ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও অন্যান্য ছয়টি দেশ আসিয়ানের সদস্য এবং মিয়ানমারের ওপর ওই সদস্য দেশগুলোর প্রভাব আছে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসার ইচ্ছা গত সপ্তাহের শেষ দিকে জানিয়েছেন। তিনি ঝটিকা সফরে নিয়ে জানা যায়, ‘মিয়ানমার থেকে কোনও বার্তা নিয়ে আসতে পারেন রেতনো।’
এরই মধ্যে মালয়েশিয়া কঠোরভাষায় রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সশস্ত্র বাহিনীর আক্রমণের নিন্দা জানিয়েছে।
মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকার করে না এবং তারা কোনও ধরনের নাগরিক সুবিধাও ভোগ করেন না।