Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬: নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রোববার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে সেটিকে ফলপ্রসূ হিসেবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ ও বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
সোমবার যমুনা টেলিভিশনে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে তারা এমন আশা ব্যক্ত করেন।
অধ্যাপক এমাজউদ্দিন বলেন, রাষ্ট্রপতির সাথে বিএনপির সংলাপকে শুভসূচনা বলা যাবে এজন্য যে, বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা অত্যন্ত কালো মেঘে ঢাকা।
সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল অব. এম সাখাওয়াত হোসেন বলেন, রাষ্ট্রপতির সাথে বিএনপির সংলাপের মাধ্যমে একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারা তৈরি হবে।
এই দুই বিশ্লেষক আশা ব্যক্ত করে বলেন, নির্বাচনের আগে কমিশন গঠন করা নিয়ে যে দৌড়ঝাপ শুরু হয় সেটি একটি আইন করে এর সমস্যার অবসান ঘটাবেন রাষ্ট্রপতি।
তবে তারা উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, যে অতীতে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নেতৃত্বে এ ধরনের সংলাপ এবং সার্চ কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু তাতে তেমন কোনো কাজ হয়নি। তবে আমরা আশা করছি অতীতে যা ঘটেছে বর্তমানে সেটি নাও হতে পারে।