খোলা বাজার২৪, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬:মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভূমিকা ও আমাদের প্রত্যাশা শীর্ষক সেমিনার এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের স¤েœলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন। একই সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি ও সার্বিক) হারুন অর রশিদের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সায়লা ফারজানা, প্রধান আলোচক ছিলেন, মো: কামরুল হাসান লাইব্রেরিয়ান , জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ঢাকা, উপস্থাপনায় ছিলেন, মো: রাসেল কবির সহকারী অধ্যাপক সরকারী হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ। অন্যাণ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, সাবেক সাধারন সম্পাদক তানভীর হাসান, উপজেলা শিক্ষা অফিসার আনন্দময় ভৌমিক, মো: আমজাদ হোসাইন সহকারী শিক্ষক কে কে গভমেন্ট ইনস্টিটিউট প্রমুখ। সেমিনারে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে জানা এবং শিখার বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। কুইজ প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর থেকে আগত ভ্রাম্যমান জাদুঘরটি পরিদর্শন করতে দেয়া হয়। যাতে শিক্ষার্থীরা জাদুঘরটি দেখে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করা এবং বিজ্ঞান ভিক্তিক চর্চা করতে উদ্বুদ্ধ হয়।