খোলা বাজার২৪, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬: চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পানওয়ালা পাড়া থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছাগির হোসেন প্রকাশ ছোট ছাগিরকে (৩৪) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানওয়ালা পাড়ার হীরার কলোনি থেকে তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।
ডবলমুরিং থানার ডিউটি অফিসার এস আই কায়সার হামিদ বার্তা সংস্থা এনবিএসকে জানান, সন্ত্রাসী ছাগিরের বিরুদ্ধে অস্ত্র আইনে ৩টি, বিস্ফোরক আইনে ১টিসহ মোট ৭টি মামলা আছে। নতুন করে আরেকটি অস্ত্র মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।