Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬: বাগেরহাট : বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন আয়োজিত প্রথম বারের মতো ফরচুন ট্যুর ডি বাংলাদেশ ২০১৬ এর উদ্ধোধন হলো ঐতিহাসিক খানজাহান (র) মাজার মোড় থেকে। মঙ্গলবার সকালে এ প্রতিযোগিতার উনদ্ধোধন করেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাটে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশীদ. অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারন সম্পাদক ইমতিয়াজ খান বাবুল, স্পনসারকারী প্রতিষ্ঠান এডিবি অয়েলের হেড অব মার্কেটিং এন্ড সেলস শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান, ইনাম আহমেদ জেনারেল ম্যানেজার এডিবি ওয়েল,বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সরদার সেলিম আহমেদ। প্রথম বাবের মতো বাংলাদেশ এই প্রতিযোগিতায় বিভিন্ন সার্ভিসেট টিম জেলা ক্রীড়া সংস্থার প্রতিযোগিসহ সর্বমোট ৪০ জন প্রতিযোগি ফরচ্যুন ট্যুর ডি বাংলাদেশ-২০১৬ সাইকেল রেসে অংশ নেয়। বাগেরহাট খানজাহান (র.) দরগাহ গেটের সামনের রাস্তা থেকে ৫৩ কিলোমিটার রুপসা –মাওয়া মহাসড়ক দিয়ে প্রতিযোগিদের সাইকেল গোপালগজ্ঞের পাচুড়িয়া বাজার এলাকায় গিয়ে শেষ হবে। পরের দিন গোপালগজ্ঞ রেজার ৫৫ কিলোমিটার রেস শেষে পরবর্তীতে ঢাকা হাতির ঝিলে আরও ৫৫ কিলোমিটার সাইকেল রেসের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে। প্রথমবারের মতো এই প্রতিযোগিতার ব্যবস্থাপনার দায়িত্ব ছিলো বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার। জাকজমক পূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম বারের মতো ফরচুন ট্যুও ডি বাংলাদেশ -২০১৬ আয়োজন করায় ইতিহাসের অংশ হয়ে রইল ঐহিয্যের শহর বাগেরহাট। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারন সম্পাদক ইমতিয়াজ খান বাবুল বলেন ফরচুন ট্যুর ডি বাংলাদেশের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের সাংস্কৃতিকে তুলে ধরবো। আগামী বছর থেকে এই প্রতিযোগিতা আর্ন্তজাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে যে কোন দেশের একজন খেলোয়াড় যখন বাংলাদেশে আসবে তার সাথে কমপক্ষে৮/১০ জন কর্মকর্তা সহ অন্যান্য সর্মর্থকরা টুরিজমের মাধ্যমে বাংলাদেশে আসবে- সে কারইেন এই প্রতিযোগিতার নাম হয়েছে ট্যুর ডি বাংলাদেশ। টুরিজম বলতে শুধু বাংলাদেশে কক্সবাজার বোঝায় সেই ব্যাপক ধারনা থেকে বেরিয়ে আসতে আগামী বছর চিটাগং পরবর্তিতে সিলেট এই প্রতিযোগিতার আয়োজ করা হবে। মোট কথা সারা দেশের কৃস্টি কালচার ও সাংস্কৃতিকে পর্যটকদের কাছে তুলে ধরা হবে।