খোলা বাজার২৪, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬: মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয় শিক্ষা, ক্রীড়া ও উন্নয়নমুলক সংস্থা দুরন্ত ফ্রেন্ডস্ সোসাইটি।
বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বিচারক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর।
সংগঠনের সভাপতি নাঈম উদ্দিন সিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রহমত উল্যা ভূঁইয়া, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের শিক্ষক রায়হান হায়দার, বসুরহাট সরকারী মজিব কলেজের শিক্ষক নুর মোহাম্মদ, বামনী কলেজের শিক্ষক গিয়াস উদ্দিন।
দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় ৪টি কলেজ অংশগ্রহন করে। এর মধ্যে বিতর্কের ঝড় তুলে বসুরহাট সরকারী মজিব কলেজ প্রথম স্থান অর্জন করেন।