Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬:  49নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরজব্বর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্রী রাবেয়া সুলতানা (১৭) ও তার মা রোকেয়া সুলতানা (৪৮) গুরুত্বর আহত হয়েছে। গত বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় ছাত্রীর বসত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার নিরীহ মোঃ বেলাল হোসেন গত ৩০/৩৫ বছর যাবৎ পূর্ব চরজব্বর গ্রামের আলআমিন রাস্তার মাথা নামক স্থানে পরিবার পরিজন নিয়ে বসবাস করিয়া আসিতেছে।

স্থানীয় বুলবুল আহমদের সাথে কিছুদিন আগ থেকে উক্ত ভূমি নিয়ে বেলাল হোসেনের বিরোধ চলে আসছে।

বুধবার সকালে বেলাল হোসেনের মালিকীয় ও দখলীয় সম্পত্তি জোরপূর্বক জবর দখল করতে বুলবুল আহমদ ও তাঁর শ্বশুর আব্দুল হালিমের নেতৃত্বে একদল সঙ্গবদ্ধ সন্ত্রাসী বেলালের বসত বাড়িতে হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা বেলালের মেয়ে চবজব্বর ডিগ্রী কলেজের একাদেশ শ্রেণীর ছাত্রী রাবেয়া সুলতানা ও তার মা’কে মারাত্মক ভাবে কুপিয়ে রক্তাক্ত করে।

এসময় সন্ত্রাসীরা বেলালের ঘরে প্রবেশ করে লুটপাট চালিয়ে নগদ ৭০ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এলাকাবাসী রাবেয়া সুলতানা ও তার মা রোকেয়া সুলতানা কে উদ্ধার করে চরজব্বর হাসপাতালে ভর্তি করেন।

চরজব্বর হাসপাতালের আরএমও ডাক্তার আব্দুর রহিম জানান, রোগীর মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চি‎হ্ন পাওয়া যায়। বর্তমানে আহতরা চিকিৎসাধীন আছেন।