Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬: রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনের ব্যালট বাক্সসহ আনুষাঙ্গিক সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে কেন্দ্রে কেন্দ্রে স্ট্যাম্প প্যাড, মার্কিং সিল, ব্রাশ সিল, গালা, অমোচনীয় কালিসহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়।
নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, আজ সকাল সাড়ে ১১টা থেকে আমরা ব্যালট বাক্সসহ নির্বাচনের আনুষাঙ্গিক সামগ্রী ভোটকেন্দ্রে পাঠানো শুরু করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে এসব সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। এছাড়া আজ থেকেই ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় থাকবেন পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
তিনি আরো জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ১৭৪টি কেন্দ্রের মধ্যে ১৩৭টিকে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করে ভোটের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৭টি ওয়ার্ডের ১৭৪টি কেন্দ্রের ১৩০৪টি ভোটকক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীসহ সাতটি রাজনৈতিক দলের নয় জন মেয়র প্রার্থী, ২৭টি ওয়ার্ডে ১৫৪ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।