Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬:
ময়মনসিংহের ভালুকায় উদ্বোধন করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩১৬তম শাখা।

মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এ শাখার উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. এম আমান উল্লাহ।
উদ্বোধন অনুষ্ঠানে আমান উল্লাহ বলেন, অর্থনৈতিক মুক্তি এবং দুস্থ মানুষের মুখে হাসি ফুটানোই ছিল স্বাধীনতার অন্যতম লক্ষ্য। বাংলাদেশ সরকারের অন্যতম উন্নয়ন সহযোগি হিসেবে ইসলামী ব্যাংক এ লক্ষ্য অর্জনে কাজ করছে।
তিনি বলেন, বাংকিং ও সামাজিক কর্মসূচির মাধ্যমে এ ব্যাংক গ্রামীণ দারিদ্র দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করছে। একটি সুখি সমৃদ্ধ মধ্যম আয়ের দেশ গড়তে তিনি সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।
বোরহান উদ্দিন আহমেদ বলেন, ইসলামী ব্যাংক কৃষি ও কৃষিভিত্তিক শিল্প, মৌলিক শিল্পায়ন, গার্মেন্টস, স্পিনিং, আবাসন, অবকাঠামো, যোগাযোগ, তথ্য-প্রযুক্তি, এসএমইসহ উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। উৎপাদন ও বিনিয়োগে বন্টনমূলক সুবিচারের মাধ্যমে ধনী-দরিদ্রের ব্যবধান কমিয়ে দেশের সুষম উন্নয়নে কাজ করছে এ ব্যাংক।
ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, ভালুকা উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজেম উদ্দিন আহমেদ ধনু, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল জব্বার প্রমুখ।