খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬: চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে পড়ে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া আমুচিয়ায় এ ঘটনা ঘটে। শিশু সাবিহা আমুচিয়া গ্রামের আজগর আলী সন্তান।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মো. বাবর বার্তা সংস্থা এনবিএসকে জানান, বুধবার দুপুর পৌণে ১টার দিকে শিশু সাবিহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাবিহার বাবা আজগর আলী বলেন, দুপুরে বাড়ির উঠোনে খেলা করা সময় সাবিহা পুকুরে পড়ে গিয়েছিল।