খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬: সিরাজদিখানে মাদক ব্যাবসায়ী ও টঙ্গিবাড়ি থানার মাদক মামলার অন্যতম ওয়ারেন্টভুক্ত আসামী প্রদীপ করকে (৩৭) গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ। গতকাল বুধবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সিরাজদিখানের মালখানগর ইউনিয়নের কাজির বাগ গ্রামের বিশ্বনাথ করের পুত্র।
এলাকাবাসী জানায়, প্রদীপ কর সিরাজদিখানের অন্যতম মাদক ব্যাবসায়ী। তার নিয়ন্ত্রণে বেশ কিছু খুচরা ব্যাবসায়ী রয়েছে। সে মালখানগরের ইয়াবার ও গাঁজার ডিলার বলে অনেকে জানান। বহুবার পুলিশ তাকে আটক করেছে এবং একবার সে জেল খেটেছে। এছাড়া উপজেলার মধ্যপাড়া, মালখানগর ও বয়রাগাদি এলাকায় জমির জাল দলিলের কাজ করে বলে অভিযোগ রয়েছে। টাকার বিনিময়ে উপজেলার অনেককে জাল দলিল বানিয়ে দিয়েছে বলে আরো অনেকে জানান। কাজিরবাগ তার বাড়িতে প্রতি রাতে মাদক সেবন, জুয়া খেলা ও গভীর রাতে জাল দলিল বানানোর কাজ চলে বলে জানাগেছে।
সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার এস আই হানিফ সরদার জানান, প্রদীপ মাদক ও জাল দলিল বানানোর কাজে জরিত শুনেছি। টঙ্গিবাড়ি থানার একটি মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে তাকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।