খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬: ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি (সিইপি)’র উদ্যোগে মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্পের যৌন হয়রানি ও বাল্যবিয়ে নির্মূলকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় শুরু হয়ে দূপুর ২টায় অবহিতকরণ ও মতবিনিময় সভা শেষ হয়।
প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ ইমরানুল হাসান, মৌলভীবাজার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মৌলভীবাজার এস এম উমেদ আলী।
সভায় মেজনিন প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ব্র্যাক প্রধান কার্যালয় থেকে আগত সারা খাতুন, কর্মসূচি ব্যবস্থাপক, স্টপ ভায়োলেন্স ইনিশিয়েটিভ, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, ব্র্যাক। গ্রুপ ওয়ার্ক পর্বে উপস্থিত সাংবাদিকদের দুটি গ্রুপে বিভক্ত করে যৌন হয়রানি, বাল্যবিয়ে ও সাইবার বুলিং প্রতিরোধে সাংবাদিকদের করনীয়, চ্যালেঞ্জ ও সুপারিশ সমূহ পোস্টার পেপারে দলীয় আলোচনার মাধ্যমে লিখে তা উপস্থাপন করেন সাংবাদিক নূরুল ইসলাম ও সালেহ এলাহী কুটি। গ্রুপ ওয়ার্ক ও মুক্ত আলোচনা পর্ব যৌথ ভাবে পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি প্রধান কার্যালয় এর কর্মসূচি ব্যবস্থাপক সারা খাতুন এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, রেডিও পল্লী কন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান। স্বাগত বক্তব্য জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ আরিফুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে।