খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬: বাগেরহাটের মোরেলগঞ্জে এক শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ ও শিক্ষার্থীরা। উপজেলা সদরের সেতারা আব্বাস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে বুধবার এই কর্মসূচি পালন করা হয়। জামায়াতের সংগঠক ও দুর্নীতিবাজ অভিযোগ তুলে কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক এম এম শফিকুল ইসলামের অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা। কলেজ শাখা ছাত্রলীগ এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন আক্তার এ সম্পর্কে বলেন, শফিকুল ইসলাম অধ্যক্ষের দায়িত্বে থাকাকালে অনেক অনিয়ম দুর্ণীতি করে কলেজের সাত লাখ টাকা আত্মসাৎ করেছেন। তাই শিক্ষার্থীরা তার অপসারণ দাবিতে কলেজ চত্বরে বিক্ষোভ ও মানব বন্ধন করছে।