খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬: ত্রিশালে “আদর্শ গ্রাম বাংলাদেশের প্রান” এই স্লোগান কে সামনে রেখে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে ইসলামী একাডেমী স্কুল হল রুমে ইসলামী ব্যাংক শাখা মেনেজার বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটিডের পরিচালক রাখেন বোরহান উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সভার মেয়র এ বি এম আনিছুজ্জামান আনিছ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোন প্রধান আবু সাইদ ইদ্রিস, প্রিন্সিপাল ও ময়মনসিংহ আর ডি এস অফিসার শামীম ছিদ্দিকী, ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন শাখা কর্মকর্তা শফিক আহম্মেদ, ইসলামী একাডেমী ¯ু‹লের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।