খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬: কুষ্টিয়ার ভেড়ামারা শহরের কাঠেরপুল এলাকায় মাটি খনন করতে গিয়ে ৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরের দিকে গুলিগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, ভেড়ামারা শহরের কাঠেরপুল এলাকার আব্দুল কাদেরের বাড়িতে মাটি খননকালে শ্রমিকরা রাইফেলের গুলি দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি ভেড়ামারা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থ্রি নাট থ্রি রাইফেলের ৬০ রাউন্ড গুলি উদ্ধার করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার জানান, থ্রি নাট থ্রি রাইফেলের ৬০ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।