খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের অধীনে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব তার একটি নজির স্থাপন করা হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে।
বুধবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে আন্দোলনের ইস্যু করার কোনো ধরনের সুযোগ দেবে না আওয়ামী লীগ। নারায়ণগঞ্জে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সরকার বদ্ধপরিকর। কোনো অবস্থাতেই বিএনপি যেন এটি আন্দোলনের ইস্যু হিসেবে দাঁড় করাতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সর্তক রয়েছে আওয়ামী লীগ।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর হাঙ্গেরি সফরের বিমানের নাট-বল্টু ঢিলে হওয়ার পেছনে নিরাপত্তার ঘাটতি ছিল বলে শেষ তদন্ত রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে। এখানে ষড়যন্ত্র হচ্ছে না এটা আমরা বলতে পারছি না। শেখ হাসিনাকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র এখনো চলছে।
এ সময় অন্যদেরর মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোহবান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, উপ-দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়া, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু প্রমুখ উপস্থিত ছিলেন।