খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬:ভারতে নোট বাতিলের পরে বিমানে করে বাক্স ভরে ভরে কলকাতায় নোট এসেছে সুইজারল্যান্ড থেকে। তবে প্রথমেই জানিয়ে রাখা প্রয়োজন, এই নোট সুইস ব্যাংকের কালো টাকা নয়।
জানা গেছে, ১৮টি চার্টার্ড বিমানে করে জুরিখ থেকে গত দুই-আড়াই মাসের মধ্যে ১৮০০ টন নোট এসেছে। প্রতিটি বিমানে ১০০ টন করে আনা ওয়াটারমার্ক দেওয়া এই নোট পশ্চিমবঙ্গের শালবনিতে ছাপা হচ্ছে।
চার্টার্ড বিমানগুলোতে ২৮০টি কাঠের বাক্সে করে নোটগুলো এসেছে। এরপরে পাঁচ-ছটি ট্রেলরে চাপিয়ে সেগুলো শালবনির ছাপাখানায় নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রের খবর, বুধবার ও শনিবারও বিশেষ বিমানে করে ওয়াটারমার্ক দেয়া নোট আসার কথা রয়েছে। এই নোটগুলি সুইস কোম্পানি তৈরি করেছে। এরা ব্যাংকনোট বানিয়ে থাকে। সাধারণভাবে এই ধরনের নোট ছাপার কাগজ জাহাজে চেপে আসে। তবে এবার বিশেষ বিমানে চেপে এসেছে।
এবার নোট বাতিলের ধাক্কায় একসঙ্গে প্রচুর নোট ছাপানোর প্রয়োজন হয়ে পড়েছিল। সেজন্যই চার্টার্ড বিমানে চাপিয়ে জরুরি ভিত্তিতে নোট আনা হয়েছে। তবে এভাবে বিমানে চাপিয়ে নোট আনতে কত বেশি খরচ পড়ল তা অবশ্য জানা যায়নি।
শুধু জানা গেছে, জুরিখ থেকে ৭৫০০ কিলোমিটার দূরের কলকাতা আসতে মাঝে নোট ভর্তি বিমানকে দুবাইতে নেমে তেল নিতে হয়েছে।