খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে ব্যাংকের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি হয়ে গেছে। তাই আগামীতে একাধিক ব্যাংক একীভূত ও দেউলিয়া হতে পারে।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) লভ্যাংশ প্রদান অনুষ্ঠানে মুহিত এসব কথা বলেন। তিনি আরো বলেছেন, সম্ভাব্য সেই পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের যেসব সমস্যা রয়েছে তার কিছুটা উত্তরাধিকারসূত্রে পাওয়া। আর রাজনৈতিক কারণেও আগে ঋণখেলাপি হয়েছে। তবে নতুন প্রজন্ম খেলাপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি।
ব্যাংকগুলোর মধ্যে বেসিক ব্যাংক সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যাংকটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। বড় ব্যাংক হওয়ায় সোনালী ব্যাংকের সমস্যা কাটাতে সময় লাগবে। আর কৃষি ব্যাংকের বাণিজ্যিক ঋণ বন্ধ করে দেওয়া উচিত বলেও মত দেন তিনি।
রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে দেশে অর্ধশতাধিক ব্যাংক কার্যক্রম চালাচ্ছে।