Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬:নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ধনকুণ্ডা পপুলার হাইস্কুল ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি এখন পর্যন্ত প্রায় ১৫ থেকে ১৬টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। কোনো সমস্যা চোখে পড়েনি।
‘কিন্তু কিছু গুজব আছে কিন্তু এসবের বাস্তবতা নেই। বাস্তবতা না থাকলেও এগুলোকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’, যোগ করেন তিনি।
যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নাসিক নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে ব্যপক প্রাণচাঞ্চল্য। সকাল থেকেই ভোটাররা ভোট কেন্দ্র জড়ো হতে শুরু করেন। কেন্দ্র কেন্দ্র রয়েছে কড়া নিরাপত্তা।
দ্বিতীয় বারের মতো হতে যাওয়া এই নির্বাচনে ১৭৪টি কেন্দ্রে ভোট দেবেন চার লাখ ৭৪ হাজার ৯৩১ জন ভোটার। যার মধ্যে পুরুষ দুই লাখ ৩৯ হাজার ৬৬২ জন এবং নারী দুই লাখ ৩৫ হাজার ২৬৯ জন।