খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬:স্থলবন্দর বেনাপোল কাষ্টমসের খামখেয়ালিপনার কারনে বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য বন্ধ হয়ে গেছে। ফলে দুপার বন্দর সড়কে আটকা পড়েছে কয়েকশত পন্য বোঝায় ট্রাক। বেনাপোল ও পেট্টাপোল বন্দরে পন্য ও ট্রাক জট বেড়ে গেছে। একটি ভারতীয় ট্রাক আটকে রাখার অভিযোগে ভারতীয় ট্রাক লরি শ্রমিক ইউনিয়নসহ বন্দর ব্যবহারকারীরা প্রতিবাদে আমদানি-রফতানিবাহি ট্রাক যাতায়াতসহ কাজ বন্ধ রাখায় এই জটের সৃুষ্টি হয় বলে জানান বন্দর ব্যাবহার কারি বিভিন্ন সংগঠন।
বেনাপোলর সিএন্ডএফ এজেন্ট সভাপতি মফিজুর রহমান সজন ও ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্সের উপকমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান মতি জানান,২৬জুলাই বেনাপোল বাইপাস সড়ক দিয়ে একটি ভারতীয় খালি ট্রাক পেট্টাপোল বন্দরে প্রবেশমুখে স্থানীয় এক শিক্ষার্থীকে চাপা দেয়। নিহত হয় শিশুটি। থানা পুলিশ ট্রাকটি জব্দ করে। মামলা হয় পোর্ট থানায়। দীর্ঘদিন পর আইনি প্রক্রিয়া শেষে ট্রাকটি ভারতে ফেরতের নির্দেশনা দেয় কোর্ট। বেনাপোল কাষ্টমসের এক কর্মকর্তা ট্রাকটি ভারতে ফেরত দিতে অনিহা প্রকাশ করায় আমদানি রফতানি বন্ধ করে প্রতিবাদ জানান ওপারের ব্যবসায়িরা। তবে বিষটি সুরাহের চেষ্টা চলছে বলে জানান তারা।
বেনাপোল কাষ্টস সহকারি রাজস্ব কর্মকর্তা মো: আবু সালেম বলেন, দুপুরের পর থেকেই বন্ধ আছে আমদানি রফতানি। তবে ৭৮টি খালি ট্রাক ভারতে ফিরে গেছে বলে জানান তিনি। বিষটি সুরাহের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।