জেলা পরিষদ নির্বাচনে আচরন বিধি লঙ্গন করে দুই এমপি নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক আ’লীগ সাধারন সম্পাদক নুরুল হুদা মুকুট।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুট। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা ্ওায়ামীলীগের সভপতি আলহাজ্ব মতিউর রহমান,আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ পৌর মেয়র আইয়ুব বখত জগলুল, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, তাহিরপুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অমল কর ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু প্রমুখ।
বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুট বলেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক চশমা প্রতীকের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ব্যারিষ্টার এনামুল কবির ইমনের পক্ষে ইউপি সদস্য ও চেয়ারম্যানদের বাড়ীতে ডেকে এনে বোজের মাধ্যমে নগদ ৫ হাজার টাকা করে ও নির্বাচনের পর ৫ লাখ টাকার প্রকল্প দেয়ার প্রতিশ্রুতি প্রদান করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধার নির্বাচন কমিশন কৃর্তক ষ্পুষ্টভাবে উল্লেখ করেছেন নির্বাচন নিরপেক্ষ করতে সবাই যেন আচরণবিধি মেনে চলেন বিশেষ করে বর্তামন সংসদ সদস্যরা যেন কোন প্রার্থীর পক্ষে আচরণবিধি লংঘন করে প্রচার প্রচারণা না চালান। কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ উপেক্ষা করে সুনামগঞ্জের দুজন এতপি কিভাবে টাকার পাহাড় নিয়ে সাধারন অসহায় ও নিরীহ চেয়ারম্যান,ইউপি সদস্য ও মহিলা সদস্যদের প্রজেক্টের লোভ দেখিয়ে এমনকি হুমকি দামকী দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন যা সম্পূর্ণ নির্বাচণবিধি লংঘনের সামিল। অবিলম্বে ঐ দুই সংসদ সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস।থা গ্রহনের দাবী জানান। পাশাপাশি এ জেলার শান্ত পরিবেশকে অশান্ত করতে তাদের কিছু লাঠিয়াল বাহিনী দিয়ে বিভিন্ন জায়গাতে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও তিনি সাংবাদিকদের নিকট অভিযোগ করেন। এ ব্যাপারে নুরুল হুদা মুকুট প্রধান নির্বাচন কমিশন বরাবরে দুই এমপি’র নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের অভিযোগ এনে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুট।