খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬: ভোলায় ‘শিশু শ্রম বিষয়ে সংবাদ লেখার কৌশল’ (টেকনিক অব প্রেজেন্টেশন অন চাইল্ড ইস্যু) নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের ৩দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গির হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন।
জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউট ও তথ্য মন্ত্রনালয়ের শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম প্রকল্প আওতায় জেলা সার্কিট হাউস সম্মেলন কক্ষে প্রশিক্ষনের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভোলার জেলা প্রশাসক মোঃ সেলিম উদ্দিন। বক্তব্য রাখেন, জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউট পরিচালক মোঃ নজরুল ইসলাম, ভেলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীন সাংবাদিক এমএ তাহের প্রমুখ।
প্রশিক্ষণে ২৩ জন টিভি মিডিয়া ও ২ জন রেডিও সাংবাদিক অংশগ্রন করেন।